কখন যে কে কার শত্রু হয়ে ওঠে,
কিম্বা হঠাৎ কে কার পিছে ছোটে,
জানতে জানতেই মেদ ঝরে গেল!
তবু গরমিল জায়গা করে নিলো।
নিয়ম মেনে বাজেট ঘাটতি ফেরে -
আর্থিক ভাবনাও ঘোরাঘুরি করে।


বুঝতে পারি না - সবই কি বায়বীয়?
মানবতা ঘাটতির ফল অকল্পনীয়!
হাটবাজারে জনমতের বিকিকিনি,
যান্ত্রিক পরিকল্পনার এক হাতছানি!
বিপর্যয় একই খাতে বয় আবহমান -
এ যেন পূর্বনির্ধারিত কোন গেমপ্লান।


কিছু মানুষ চেষ্টা করে চারা লাগায়,
তার বেশিই - চারা উপড়ে দিয়ে যায়।
কিছু না বলা শ্রেণীরই প্রাবল্য বেশি,
কাগজের খবরে যারা - খোদার খাসি!
আর আমরা? কালো হাত ভরতে ছুটি,
মনখুশীতে  যদি তার, কিছু যায় জুটি।


স্বপ্নে দিনের পড়ন্ত বেলায় দেখি,
সবাই মিলে কখনো বা গেয়ে ওঠে-
"ওরে শ্রমিক, আমার কৃষক ভাই,
হাতেহাত রেখে সবাই বাঁচতে চাই
আয় রে আয় জীবনের গান গাই..."