বুদ্বুদ নিজেই ওঠে,
তাপ ছড়াতে গিয়ে ক্লান্তি নিয়ে,
একদিন উপর তলায় হারিয়েও যায়!
আয়ু তার নিতান্তই কম,
টেকে না একদম, সময়মতো ফেটে একশা...


কখ‌নো যদি কিছুটা তাপ থেকে যায়,
দাবানল হতে পারে তাও!
নেভা আগ্নেয়গিরির সম্মান রেখেই,
ঘুমন্ত পাহাড় চূড়ায় আগুন ছড়িয়ে চলতে থাকে।
একমাত্র তখনই হয় বুদ্বুদের জয়...


আবারও ফুঁসে ওঠা নানান শিখায়,
বাতাসের দামাল স্বভাবে দিগন্তের প্রান্তিক রেখায়,
তোলপাড় নতুন জীবনের মাঝে,
গড়ে ওঠে বহু বহু জ্বলন্ত অঙ্গার, তেজস্ক্রিয়!
কেবলমাত্র দুর্বল সে বুদ্বুদকে কাজে লাগিয়েই...