নামীদামি ফুলের কোলে জীবন গেলো
শৈশব,কৈশোর শেষে আজ পূর্ণ যুবতী,
আজও সবই মাটি ছাড়াই এলোমেলো
ছায়ানট  সীমানায় অগোছালো  গতি!
বুনোফুল,অজানা সব কূলে,বুনোফুল।


রক্তগোলাপ,কনকচাঁপা,কেউবা বকুল
সবাই জড়িয়ে রয়েছে গন্ধেও ভরপুর,
ওদের মুলুকে নিতান্তই বেমানান ফুল
তাও সাবধানী মনে ওই উচ্ছ্বসিত সুর!
কাঁচের স্বর্গেই বেমানান স্বপ্নে মশগুল।


গন্ধহীন বুনোফুল  কন্টকে  রাতশেষে,
নীল স্বপ্নেরা  আজ শুধু তামাশা ছড়ায়,
সীমানা  হারিয়েই  পরাজিতের  বেশে,
তবুও বন্যপ্রেমিক মন ক্ষমায় কোথায়?
আশ্রয় তার ঝরাফুলের মাঝে অপ্রতুল!