মাঝেমাঝেই মন যেতে চায়-
দূরে কোথাও,
আর ঠিক তখনই আলোর ঝলকানি;
অসহ্য বোধ হয়,
গাছের ছায়ায় দেখতে ইচ্ছে করে-
ভরা জোছনার বাহার,
কিম্বা নিছক অন্ধকারেই ,কখ‌নো... বা...।


ক্ষণিকের রোশনাই-
কেন জানি না শঙ্কা জাগায়,
কেমন যেন একটা...
পালাই পালাই, হারাই হারাই,
ভাব।
একটা পুড়ে যাবার ভয়,
সেটা আলো নয় বলেই, হয়তো...বা...।


আঁধারে পথচলা-
রপ্ত হওয়া বেশ প্রয়োজন ,
কেবল তখনই,
আবার নতুন ভঙ্গিমায়,
চাঁদের মায়াময় জোছনার হাতে জীবন ,
আলোর ঝলক বা আচমকা রোশনাই,
আবারও নজরে আসবে সঠিকভাবে।


মনে হবে চেনাটা বুঝি খুব কাছের কারোরই...