শিরোনাম : বোশেখী আবহে


এক) বেশ চলছিলো


বৈশাখী ঝড়ে,
আম কুড়িয়ে বঁধুয়া-
রাখছে কোঁচড়ে।


দুই) যেমনটি হয়


মধুময় মাসে,
পঁচিশে বৈশাখ ভাসে,
রবীন্দ্রাকাশে।


তিন) আঘাত আইলো


আলোক বিগত,
রবীন্দ্র প্রেমিক মন-
হয় বজ্রাহত।


চার) আজ বেদনাময়


আসর প্রাঙ্গনে,
কর্ণকুন্তীসংবাদও-
কর্ণ বিহনে!


************************************


*** আবৃত্তিকার পার্থ ঘোষের  মহাপ্রয়ানে যেন
  এক‌টি যুগ স্তব্ধ হলো ৭/৪/২২ শে মে সকালে।
         (হাইক্যুটি ৫/৭/৫ মাত্রায় লেখা)