মুখ এঁকেছো          বেশ করেছো
           মুখটা বেজায় দুখি,
আঁকার খাতায়        হলো কোথায়
           ছবির মুখটা সুখী?


হুতুম থাকে            গাছের ফাঁকে
           কদর করে ডাকি,
চেয়ারে বসো          একটু রোসো
          ছবিটা তোমার আঁকি।


হুতুম বলে              রাত না হলে
         কিভা‌বে আমি দেখি?
দেখা না হলে          তুলির বোলে
        দেবে আকছার ফাঁকি!