হঠাৎই আকাশটা কুচকুচে কালো করে
পাখির মতো একঝাঁক বৃষ্টি এসেছিল,
মেঘে আমার চিরটাকালই বড় ভয়,
গুরুগুরু গর্জনে কিছু বুঝবার আগেই
সামনের নারকোল গাছটা নেড়া...


ভিজতে কে না ভালবাসে!
সেই রঙিন ছাতার জীবন থেকেই ভেজার শুরু,
হাস্নাহেনা, কেতকীর সুবাস ছাড়িয়ে-
মহাবিদ্যালয়ের সবুজ মাঠে
তখনও জুঁই মল্লিকার চাপা গুঞ্জন...


আরও একটু এগিয়ে,
ভাগাভাগি করেই কালো ছাতাটির নীচে
নিজে ভিজেও সাহায্যের হাত,
দোতলা বাসের প্রায় চমকে দিয়েই
সব ভেজানোর চালচিত্তির...


আজ রামধনুর রঙও ফিকে প্রায়!
অস্তগামী সূর্যের লাল আভা মুছে গেছে;
সেই কালো মেঘ পেরিয়ে বৃষ্টি এগিয়ে আসছে।
নদীর জল ভীষণই হলুদ আর আমি আজও
বোবাকান্নায় খুঁজেই চলেছি চলার পথ...