এক) দিন চলে যায়


স্বপ্ন আজকে লাগাম ছাড়া,
ইছামতির বানের জলে।
মুক্তো রঙে রঙিন ধারা,
চোখের কোণায় ভেসে চলে।


দুই) দুঃখটা সেখানেই


হলো না যে আঁটোসাঁটো
দুঃখটা সেখানেই,
আটে,ষাটে প্রেমের ঘাটও
আজ আর ফাঁকা নেই।


তিন) বিয়ের রাতে বেড়াল


একুশে আইন,
বিলকুল ফাইন!
ঝোপ বুঝে কোপ,
নইলে বে-লাইন।


চার) রীতির বালাই


অতির পাশেই যতি,
নেই তো কোন ক্ষতি!
সময় মতো ইতি,
বৈজ্ঞানিক রীতি।