বড়শি বিঁধলো একবার,
সেটা নাকি নতুন জীবন!
সিঁথি জুড়েই মন, মুকুরে।
লাজে রাঙা সিঁদুরের খেলা।


এলোমেলো চুল, অন্য হাত-
ইশারায় যায় যেথাসেথা,
যান্ত্রিক যন্ত্রনা আর্তনাদে,
আগুন ছুঁয়ে মনে চলন।


চোখের বানে আহত আমি!
আমি তো বোকা নই, তবুও...
মিথ্যে জগতেই শুয়ে রই,
সাপটা হিসহিসিয়ে ওঠে।


বিষ ঢালা ক্লান্তি ; কায়া মাঝে,
দূরে ভেসে যায় বুলবুলি,
যেন কোন আস্তানার খোঁজে-
দেখিই না, খুঁজে পাই কিনা!


ভাবতে ভাবতে ভরপুর!
মনের ভাষা অনেক দূর।
ভালবাসা আগমনী দিকে,
এখানে নতুন করে বাঁচা।


চলা আর থামবার নয়.....।