ঝড়বাদল সাগর জলের নোনা হতে
অনেক কান্না জুটিয়ে ধেয়ে আসে ওরা।
আগেও আসতো, আর পরেও আসবে,
এদের পরিচয় এরা নাকি সেই নিম্নচাপ,
ঝড়ে উড়িয়ে, ফেরায় জলের শান্তি ...


এখন কিন্তু এটুকু পরিচয় যথেষ্ট নয়,
একটু কেউকেটা হলেই,নামের কী বহর!
আয়লা, তিতলি আরো না কতই ...
কান্নার সাথে বুঝি এদের সম্পর্ক নিবিড় ,
তাই অগ্রণী হিসাবে এদের নাম উজ্জ্বল ...


ভীষণ এক মনখারাপ করা দিনরাত,
বয়ে যায় দমকা হাওয়া সহ কখনো মেঘ,
কখনোবা  বৃষ্টি একটানা নির্ঝরের...
মোটের উপর ভাবান্তরে মনে পড়ে ,
বুকে চিনচিনে ব্যাথা ...আর মনে মেঘ...


চাপ বেড়েই যায়, জীবনে বা ঋতুর ছায়ায়...