এক) গতস্য শোচনা নাস্তি


সাজানো ছিলো তোমার ধরা.
দেখার ছিলো না অবকাশ,
এখন কেনবা হিসেব করা
সামনে দেখে হাজারো লাশ!


দুই) সবুজ হারিয়ে অবুঝ মন


অক্সিজেন তো ভোকাট্টা আজ
করছো কেনো মৃতের খোঁজ?
কপাল ভালো জমেনি সাজ
চিল শকুনের নিত্য ভোজ!


তিন) মাঠের ধুলো আশীর্বাদ


আপন গাঁয়ের কথা
গায়ের ধূলো জানে,
শৈশব গড়ে যেথা
গাঁয়ের পাঁচ কানে।


চার) একবার বারবার


কলম কিংবা অসি
চলুক সমানভাবে,
লক্ষ্য তো নয় বাসি
সমাজে বদল হবে।