ইচ্ছে করে আকাশ পরীর ডানায় ভর করি,
উড়ে যাই কুৎসিতের দুনিয়া ছেড়ে বহুদূরে,
এখনো কি স্বর্গরাজ্য কল্পনার মতো সুন্দর,
তবে এখানে এমন কেন? শঙ্খও বাজেনা?


তাপ বাড়ছে তপনের, কলুষতপ্ত ধরণীমাতা,
একবার মেরু হতে জীবন নিয়ে প্লাবিত হও,
অনেক ক্ষতির ভাগীদার হয়েও শুদ্ধতা চাই,
সারা পৃথিবী জুড়ে রেলপথ ফাঁকে দুজীবন।


এ সন্ধ্যায় তুলসীতলায় আর কেউ যায়না,
নিস্তরঙ্গ বুকটা হাপরের কাজ করে নিদ্রায়,
কাউকে ধরার সাধ্য আজ আর তার কই?
সময়েই দৃষ্টি দাও, প্লাবিত কর চারণভূমি।