এক) নেটফল


ক্ষীর খেয়ে যায় কোলা
আর মাছ নিয়ে যায় চিল,
কতকাল আর পোলা
ঘর থে‌কে মারে ঢিল?


দুই) অগস্ত্যযাত্রা


অমৃত সুধা কালের মাঝে
মহামায়া নীরবে রাজে
বোঝার যে জন তারাই বোঝে
বাকি কাদাছেঁনে খোঁজে।


তিন) আবার যদিও


ছিলো বলেই কাকের কা কা
এখনো যা কিছু সম্ভ্রম,
যদিও আজ প্রায় তা ফাঁকা
তবুও স্বপ্নে দেখি ভ্রম।


চার) রূপে না ভুলিও


জীবন বদল হয়
বাঁক থে‌কে বাঁকে,
সত্য রয়ে যায়
শ্বেতপত্র ফাঁকে।