সময় ক্রমশঃই ঘন হচ্ছে মেদ ছাড়িয়ে।
খাতায় যত আঁকিবুকিই করো না কেন?
কিম্বা যতই জটিল হোক হিসেব নিকেশ
সব ছেড়েছুড়ে দেখো, ঘুমিয়ে পড়ো না।


বাতাস আছড়ে পড়ে পারে ঝড় তুলছে
কোটি কোটি অনাবৃত পাথর বুকে ধরে।
পৃথিবী ঘুরেই চলছে কক্ষপথে অনিবার,
এটা কিন্তু সময়ই নয় ঘুমিয়ে পড়বার।


এখনো আনকোরা বইগুলো প্রলুব্ধ করে,
খুললেই ধরা দেয় বাকি থাকা সবপাতা!
পালকগুলো তো স্মৃতিসৌধ এক একটা,
ঘুমের তাড়নায়, অধরা বহু অজানা কথা।


বন্ধু, ঘুমিয়ে পড়ো না পালক উড়ে যাবে।
চোখটা বুজে আসে আসমানী নীলাকাশে,
ঘুমিয়ে গেলে চশমা খুলে পাহারা বসাও,
নাম না জানা তোমার পাহারাদারটিকে...