সবুজের   প্রতিশ্রুতি   নিয়ে   একদিন
মাঠ  রক্ষা  পণ  করে,  মিললো নবীন
সঙ্ঘ - সংগঠনে।  তবু  এই  সমাজের
স্বার্থপর    মানুষের  আক্রমণে   ফের,
দিশেহারা। বিচ্ছিন্নতা- আজ সঙ্ঘ রক্ষা
পথে মূল কাঁটা।তাই নিয়েছিলো দীক্ষা
সঙ্ঘ  সংগঠনে,  গড়ে   নয়া  ইমারত।
বুঝেছিলো, যুগান্তের শুদ্ধ আলো  পথ।


এক  গ্রামে  তিরিশটি  ক্লাবের প্রয়াসে,
একদিন   সংগঠন   হলো   অবশেষে।
এখনো  চল্লিশ - ক্লাব  সমৃদ্ধ  সমিতি;
রক্ষা করে যাচ্ছে ক্লাব, বাঁচিয়ে দুর্নীতি।
প্রোমোটার  পরাজিত!  বহু শঙ্কা  দূর,
আলোর  পথ  দেখিয়ে  নিজে ভরপুর।


#########################


*** আমাদের পানিহাটি গ্রামে মাঠ রক্ষা
করতে  একত্রে  এক  সংগঠন গড়েছিলো
আটাত্তর সালে তিরিশটি ক্লাব  নিয়ে।  তা
এখনো  চল্লিশ  ক্লাবের তৎপরতায়  দিব্যি
চলছে। একই  ছত্রছায়ায়  থে‌কে   অনেক
বিপদ  হতে  সমিতি  সব  ক্লাবকেই রক্ষা
করে চলছে। তাই, এই লেখা।


#########################