এক) সম্পৃক্ততা


দত্যি মনটা ফুর্তি খোঁজে
মনভোমরার কাছে,
উতলা চিত্ত কাজে অকাজে
মুগ্ধ হয়েই আছে।


দুই) চালকলা চালবাজি


লোকদেখিয়ে হুল্লোড় নয়
পুজো করো মনোমন্দিরে,
মানবিকতার মূল পরিচয়
বাঁচবো সত্য সাথী করে।


তিন) দুর্নিবার দুর্নীতি


আইন চলেবে আইনের পথে
গণ্ডগোল তো একটাই,
কখনো সখনো বেআইনী রথে  
ধরাশায়ী গোটা দেশটাই।


চার) নেড়ার বেলতলা


জিতছি ভেবেই ঠকতে ঠকতে,
পকেট গড়ের মাঠ,
তবুও নেশায় ডুবতে ডুবতে
মেটেনা কেনার ঠাঁট।