এক) নেই চোখে চামড়া


ধর্ম বাজি! তাতেও রাজি
যদি মেলে ভোট,
হোক না নকল! সাধু সাজি
লাগে না তো চোট।


দুই) জীবন রঙ্গে


যোগ বিয়োগ খেলাটা
যতদিন খেলাঘরে,
চলছে সারা বেলাটা!
মুছবে কেমন করে?


তিন) বিশ রথে


রথ ভাবে দোষ আমার
পথ মরে ত্রাসে,
মূর্তি ভাবে দোষ কার?
করোনাই হাসে।


চার) ভাঙা আসরে


এত তোমার সংগ্রহ!
এত অহংকার!!
জেনো বন্ধু সবই মোহ,
হলে অন্ধকার।