এক) চারাপোঁতা


আজব ধরনে
থে‌কে অম্লান -
প্রেম কাননে,
জাগাই তুফান।


দুই) পোড়ামন


স্বপ্নেরা জাগে মনে,
তবুও তা হয় ক্ষীণ।
একটুখানি আগুনে,
জ্বলছে ডাষ্টবিন।।


তিন) আধিপত্য


ভোট যন্ত্র ছোটে,
ভোটার হয় রাজা,
নিরঙ্কুশ ভোটে,
পাঁচবছর সাজা।


চার) ঠোঙা


ঠোঙার গঠনে,
ঠোঙার জীবন,
ঠোঙার গড়নে
ঠোঙায় মরণ।