রাত হলে সূর্য নিজ ব্যস্ততাতেই
পারাবারে কাজ শেষ করে তবু,
গন্তব্য অন্য কোথা, ভিন্ন পারে;
বিনিদ্ররূপে-মুগ্ধ কুন্তী হয় কাবু...


ছায়া দীর্ঘতম করেই দিনান্তের
কাঠিন্য হতে মায়া কাটায় রবি,
তবু ও ঋষিপ্রতীমের প্রতীক্ষায়
আঁধারে ডালিম জারুলের ছবি...


লালমাটী বুকচিড়ে লজ্জাকুমারী
সন্ধ্যা নামায় প্রদীপ হাতে এসে,
অতঃপর সময়েই শতশত তারা  
ছায়ায় ভিজে ভৈরো গায় শেষে ...


হঠাৎই অপলকে পলক গোনার
নিশ্চিত কাজে প্রতিশ্রুতির মায়া,
দিবাকরের শোভা-রঞ্জিত উদয়!
আবার দীর্ঘতায় ব্যস্ত এই ছায়া....