খরাক্লান্ত রাতে ছিলো টিমটিমে আলো।
বেশ কিছু স্থিরতা নিয়ে বলেছিলাম,
"আর কিছু নয়, আমি তোমাকেই চাই।"
সে বলে, "কেন? আমি তো তোমারই আছি।"
কথায় কথায় শুধু বেলা বয়ে যায়,
তারপর দুজনের বিদায় লগন।


যেদিন বল্লাম, "কিছু কি দিতে পার না?
তোমার দেবার মত অনেক তো আছ।"
জবাব দিলে "কি মুশ্কিল, তোমায় কেন দেব?
কাঙালকে নয়, মন মানুষকে দেব।"
কথায় কথা বাড়ে এক সময় দেখি,
দূরে আর নেই বেশি বিদায়ের বেলা।


শেষে বল্লাম " কিইবা তুমি দিতে পার?
কতটুকুই বা আছে দেবার তোমার!"
আঁতে ঘা লাগে। এসে আলো জ্বালিয়ে দেয়।
নিমেষেই বদলে যায় চোখের সে ভাষা,
আলোকিত অঙ্গনে এক নজরে দেখি-
একসাথে হাঁটবো বলে আজ সে রাজি।