তখনও কালবোশেখির ঘনকালো
ডাকছিলো হাতছানি দিয়ে
পিপাসা মেটাতে চাতকের দুরন্ত আহ্বানকে
জানা সত্ত্বেও জোছনাটা গুটিয়ে নেয়নি কিছুমাত্র...


অনুরাগের ছোঁয়া বিছিয়ে
দুরন্ত চিন্তার ভারসাম্যহীন কাঁটাতার ডিঙিয়ে
সকলের ঘৃণা কুড়িয়ে নিয়েও
হেঁটেছিলাম একাকী অনেকটাই পথ...


অবশেষে দিগন্তের পথে উড়ে চলা
নিঃস্ব পাখিদের মতোই
শুধু শুধু হাওয়া নির্ভর বিচরণ
বা ডানা মেলে থাকা আর কতকাল...


জীবনের সেতুবন্ধন মিটতে তো হবেই
কোন না কোনো এক দিন
হয়তো তখনও যে যার মতোই
আবারও এধারে ওধারে...


নতুন কক্ষে নতুন অক্ষে খুঁজতে যাব
আর কোনো এক কালবোশেখি,
এতটুকু চেতনার জলে
আবারও নবাগত কোনো চাতককে ভেজাতে...