নয় তো ঘরে; নয় বাইরে,
আছেন যারা মাঝখানে,
পুলিশ এলে ঘরের কোলে,
না দেখলে যায় দোকানে।


সচেতনতা তুচ্ছ কথা,
বোঝালেও তা বুঝবে না,
মরছে কত হিসেব মত,
দেখবে, তবু মানবে না।


এরা অন্ধ ; শব গন্ধ,
এদের নাকে ঢুকবে না,
দলাদলিতে কোন্দলেতে,
অংশ নিতে ভুলবে না।


ওহে সেলুকাস! আছে বিশ্বাস-
আজব এ দেশে আসবে না!
মৃতের মোড়কে নামটি না লিখে,
কিছুতেই ওরা ছাড়বে না।