ভোরের আলো সাদা কালো তুর্কি নাচন,
শৈশবে আজ আনন্দ রাজ জীবন মরণ।।
যৌবনে ওই মৌবনে রই অলির  খোঁজে,
ভব নদীর  শান্তি শিবির  জীবন বোঝে।।


পুত্র - কন্যা আলোর বন্যা  নতুন বরাত,
যতটা যাই পাশে জড়াই শাখের করাত।।
সূর্য  যখন   ভরায়  গগন  মাঝ   দুপুরে,
ছায়া  থাকে  কায়ার থে‌কে  একটু দূরে।।


সন্ধ্যে  হলে  নদীর  কোলে  যায়  সকলে,
ছায়াও  বাড়ে  হিসেব  সারে  সূর্য  ঢলে।।
কর্ম থাকলে কেউবা বলে  ভালোই ছিলো,
নইলে বলে হরির বোলে-'যমেই নিলো'!!