পাখি যে কেমন সে  তা জানে না
নদী যে কেমন তাও তো দেখেনি,
ঝর্ণা   কাছেই   তবুও   চেনে না -
অনুভবে  তার   আছেই   ধরনী।


সুরে আছে বাঁধা তার সব পাওয়া
হাতে  অকরুণ ছোঁয়া  দেয়া  সুর,
ছলাৎ  তরী  ছলাৎ  করে  বাওয়া
রাখে ধোঁয়ারে  সকল বাধার দুর।


তবু  যেদিন  এলো  প্রেম   দুয়ারে
মুছে  দিলো   আঁধার  ভরা  রাতি,
না জানা   কোন্   বসন্ত - বাহারে
আঁখি  দিয়েই  দেখালো   শ্রীমতী।