বুঝি নি, আওয়াজটা স্বপ্নই ছিলো;
কিছু পথ পার হয়ে সত্যি, বোঝা গেলো;
সময়ে এখন শুধু ছায়া নীরবতা,
দৃষ্টি বদলায়, লাল একঝাঁক লজ্জ্বা।


বললে, "আওয়াজটা স্বপ্নই ছিলো।"
কত কি মুহূর্তে হারালো, বুঝলেই না!
চুপকথা কি রূপকথা হয় কখনো?
মনে হল, একান্ত আপন! হাতছাড়া।


পরিবেশ দুষ্টুমিষ্টি মুক্ত আকর্ষণে ,
একবার না হয় মিছিমিছি বলতে,
"শুনছো!  আওয়াজটা উদভ্রান্ত ছিলো।"
শান্তি পেতাম। যাই থাক, ছিলো তো!