দাদুর দস্তানা ছিলো মিলেমিশে থাকা
রূপকথা। জাতি দল নির্বিশেষে একা
নয়,  দফায়  দফায় সকলকে  ডেকে,
অনাস্থার প্রতিবাদে নির্বিবাদ  থে‌কে,
বাঁচবার   চুপকথা। মনগড়া    নিয়ে,
আজকের পৃথিবীর পাল্লা থেমে গিয়ে-
যখন রিমোট খোঁজে!কজনবা বোঝে
সুধা কতটা হারিয়ে  গিয়েছে সবুজে।


উপকূল   বরাবর  উপকথা    ছিলো
লহরীত নানা ছন্দে।লোকগাঁথা এলো
হাতেহাত  রেখে  তার পূর্ণ মুর্তি গড়ে,
পরিনত  আস্থা  সহ   ধীর  রূপান্তরে
রূপকথা। মায়াবলে  যার মুক্তোধারা
অতীতের  শিশু হতে   প্রায়  সর্বহারা।