১) বিশ্বরূপ


আদল থে‌কে বেরিয়ে এসে মাদল বাজা,
দেখ সবাই  মানবে তোকে রাজার রাজা।


২) নয়নতারা


নীরবতায় যে ভাষার সৃ‌ষ্টি,
সেখানেই আছে মধুর দৃষ্টি।


৩) ফিতে খোলা


আলেয়ার নয়া আলো,
তুলে লাল নেয় কালো।


৪) সপ্তবায়ু


আবহের সঠিক ধারা পায়নি পরিবহ,
তাই আজ বক্ষজুড়ে তীব্র এক দাহ।


৫) ভৈরব


চলে যাবে বেলা,
সেরে নাও খেলা।


৬) তেজস্ক্রিয়


দহন মাত্রে কারণ থাকে,
বুঝতে হয় হিসেবটাকে।