সবে সকাল হয়েছে
শীতের কামড় যায়নি এখনো
লেপ ছেড়ে বেরোতে ইচ্ছে না করলেও
আড়মোড়া ভেঙে দূরে হটালাম
ডিম লাইটে অন্যের অসুবিধার জরিপ...


এখানে অনাদরে ক্যামেলিয়া
আকাশ কথা বলে পাহাড়চূড়ায়
ইচ্ছেমতো রঙবেরঙের স্লাইড এদিকে ওদিকে
উপোসি হয়ে ছুটে যাই দফায় দফায়
আমার এগোনো আর ওর সরে যাওয়া...


একসময় কুয়াশা কেটে যায়
হালকা মনে পালক লাগিয়ে উড়ে যাই
ভেসে ভেসে মেঘেদের দেশে জলপরির খোঁজে
আমি কিন্তু ভেসেই চলেছি
তোমার লুকিয়ে রাখা জানালা সন্ধানে...