আমনধানের আমন্ত্রণে
আঘ্রাণে ভরে অঘ্রান,
অন্নপূর্ণাদেবী চরণে
সঁপিলাম মোহে দেহপ্রাণ।


ভগবতী মুর্তি ধরি
অন্নদ্বারা পরিপূর্ণা,
আশুতোষে দিচ্ছে ভরি
অন্নজল পরিবেশনা।


বারানসীর সেই ধামেশ্বর
দক্ষিণ হস্তে ধরে দর্বী,
এই মুর্তি তো অবিনশ্বর
সাক্ষী পরিপূর্ণ রবি।


চৈত্র শুক্লাষ্টমী তিথি
ভিক্ষারত মহাব্রত,
শিবে অন্ন দেন পার্বতী-
অন্নদা নামে সমাদৃত।


কৃষ্ণচন্দ্রে রায়গুনাকর
ভারতচন্দ্র অবশেষে,
অন্নদামঙ্গল কাব্যে তাঁর
হরগৌরী লয়ে আসে।


তাতেই চলে ঘটা ভূঁয়ে
মাহাত্ম্যের প্রচারেতে,
অন্নপূর্ণা নাম লয়ে
বঙ্গ মাতে অর্চনাতে।


'দর্বী' অর্থ 'হাতা'