বেশতো আছ! ঝুপরি থুড়ি থুড়ি ঝুড়ির আড়ালে,
আবার কি! খাও দাও মস্তি কর, যতক্ষণ পারো,
এতটা গলা তুলে চিৎকার করার দরকার কিসের?
আকাশ দেখার সাধ তো বাবা, সবার জন্যে নয়!


নজরদারি অভাব কিন্তু একটুও কম নেই কোথাও,
কথাটা মনে রাখলে সেটাই অন্ততঃ মঙ্গল তোমার,
চারপাশে নিয়মিত পাহারা আর ব্যবসায়ীর নজর,
এই ভয়ংকর পরিস্থিতিতে গলা উঁচু মানেই কিন্তু...


কালো পলিথিনের আড়ালে থাকবে ওই দেহখানা,
তাকানোর ক্ষমতা হারিয়েই মাথা গড়াগড়ি যাবে...