বিদায়ের পথেও খুঁজে পাই
ছিন্ন তমসুকপত্র গোলাপের,
রাঙা যদি নাও দিতে পারো
সাদা এ মন কাদায় ভরোনা।


মুক্তি কল্পনায় বেলাশেষে
যাকে নিজে মালায় বেঁধেছি,
জানি সেও মূল্য না পেয়েই
লুটোবে ও ধূলিকণার ঝড়ে।


নাম না জানা বিহঙ্গের দল
নিয়ে যাবে, মেলে দিয়ে ডানা
ইচ্ছেমতো মনোপথ দেখিয়ে,
এই পৃথিবীর কোণায় কোণায়...