সহস্রধারা নিয়মিত ধাবমান,
তবুও মগ্নমৈনাক স্থির ও অচঞ্চল,
ক্রমাগত বাষ্পীভূত জলদের আনাগোনা,
দেবদারু শিহরণের উচ্ছল প্লাবনে,
তেপান্তরে তোলপাড় দুকূল।


জলদের প্রাণজুড়ে,
আসমুদ্র হিমাচলে সঞ্চার বাসনা,
মন্থন সঞ্জাত নীরে এখন,
বহু ক্রন্দনের প্লাবনভূমিতে,
মথিত লহর...


রাঙা সূর্যের আভাস জড়িয়ে,
মগ্নমৈনাকের স্তুপীকৃত বরফের মনে,
আগুন লেগেছে!
আজ সেও সিক্ত! চঞ্চল তবুও,
নীরব কোনো এক ঋষিপ্রতীম যেন।