প্রথম দেখা,
বর্ষা ভেজা রাতে
গুচ্ছের বই হাতে
ষ্টেশনে আলোর ধারে
তাও কেমন অন্ধকারে...


আবার দেখা,
এক হৈম সকালে
উড়ন্ত আঁচলে
পারঘাটার কুয়াশায়
আকুলিত হতাশায়...


শেষের দেখা,
বাসন্তীমাখা রোদে
চমকানো ব্যাগ কাঁধে
ডালহৌসী চত্বরে
দৃষ্টি অফিসঘরে...


আর দেখিনি,
হয়তোবা এখন সে
অন্য কারো পাশে
আমার দেখানো চোখে
ভাবী কালকেই দেখে...


*************************


***** লেখাটি ০২/১০/২০২১, শনিবার,
বাংলা কবিতা.কমের সান্ধ্যকালীন অনুষ্ঠানে
পাঠ করা হয়েছে।