তারা অনুজ্জ্বল ভাবে জ্বলছিলো,
একসময় রূপান্তরের নেশার মতই,
আগুন নিভে যাবে এ মুখ পুড়িয়ে,
লজ্জা আনত মুখে, বেশ অনেকেই ..
শোনা যায় - নিজের হাত চিবোনো!


ওদিকে আবার সাগরের আকর্ষণ,
আবহাওয়ার চুড়ান্ত এক অবনতি,
বেলাভূমিতে ছড়িয়ে ছিটিয়ে গাছ,
ঘর্ষণ জেরে দপ্... দাউদাউ করে ...
অসংখ্য গাছের নতি ঘটিয়ে তারা।


নবরূপে দিব্যি কাটছে কালেরকন্ঠ,
এক‌টি পরিবার হতে... অনেক গোষ্ঠী...
জনবসতি হতে দূরে, সভ্যতা নেই!
তারা জ্বলছিলো... যেন ঋষিকল্পের
পুণ্যভুমি আজ পেলো নতুন অবস্থান।