সন্ধ্যার তিমিরে কালোমেঘের আনাগোনা,
সাঁঝতারা তবুও উজ্জ্বল, রবির কিরণ গেছে মুছে।
এরমধ্যে হঠাৎই সিঁদুরে মেঘ লাল আভা নিয়ে,
যেন একরাশ কালো চুলের বাহারে নিজেকে ঢেকে,
রক্তিম সীমন্ত রেখাকে রাঙালো।


অশনিসংকেতে দ্রুত আগমন,
পলকে পলকে আহ্বান -
লুকোচুরির রাত্রি অভিসার নিরিখে ব্যার্থ ধরনী,
দামাল ঝড়ের সেই মহা আস্ফালন।
তারপর একসময় বন্ধ বাতাস,
রুদ্ধ নিশ্বাসের মতো।


ময়ুর - ময়ুরীর পেখম তোলা নাচনে,
মাতলো নিজেই -
বৃক্ষে বৃক্ষে সঞ্চারিত প্রলয় তাণ্ডব,
ধমনিতে উষ্ণ প্রবাহ,
সর্বংসহা ব্যস্ত হলো তাণ্ডব সামলাতে।
রাঙা আভা
সীমন্ত ভেদ করে ছড়িয়ে পড়লো সর্বাঙ্গ জুড়ে,
তোলপাড় করে দিলো সব সংযম,
ভাসলো নব চেতনাতে।


থরথর কম্পিত অনিশ্চয়তায়,
এবার নামলো বৃষ্টিধারা,
কি ভীষণ রমনীয় পুলকে রঞ্জিত সেই ক্ষণ -
সে শুভ লগন।
চরম স্থিতিশীলতা ভরালো অন্তর,
এখন সে সদ্যোস্নাত মনে -
ব্যস্ত হলো আপন সজ্জায়।
ব্যস্ত হলো সবুজের প্রতীক্ষায়।
নবাগত নক্ষত্র আকাশের বুকে,
ধরনী লুকায় মহাসুখে।