সহজলভ্য প্রাপ্তি বাজারে বিকোয়,
তবুও ফলের ফলাফলেই আস্ত জীবন...
লুকিয়ে থাকা এক বিষন্নতার ভীড়েই,
দেখতে পাই স্পষ্ট সেই অপরাজিত রূপ...


অবাক চোখে মুক্তো খুঁজি আত্মমগ্ন হয়ে,
এক সময় তারাজুড়ে আগুনপাখি বসে,
ভাঙা হাটের জমিনেও পূর্ণতার কাঁপন,
আচমকা এক ঝলক কান্না গুমরে ওঠে...


চেতনা ডেকেছিল একবার আদিবট হতে,
গোলাপ বাগানে ফুল, সেইতো কোন শীতে...
আজ সামনে শুধুই বসন্তের কৃষ্ণচূড়া,
রাঙ্গামাটির রাঙাপথে সজীব পলাশ ...


সত্যের মুখোমুখি বসলে বুঝতে পারি...
কবিতার আনাগোনা অন্যায্য মানে না,
তাই বেশ কিছু কথা, না বলাই রয়ে যায়,
কথাকলির ফর্দ আবার নতুনে সাজাই...


পুলকে পুলকিত হৃদয়ের তারে ঝঙ্কার,
ফাগুনে পাগল হাওয়ায় হারানোর নেশা...