শালুক নীল দীঘির কোলে
দেখতাম সাদা রাজহাঁসদুটো খেলতো
জলের দোলা কখ‌নো বাঁধন ভুলেই
চলে যেতো কাঁপন তুলে সেই মন গভীরে
আর ঠিক সেই সময়ে
অঝোরে বাদলধারা দীঘির জলকে
সাদা করে তুলতো
দুটো লাল পদ্মও যেন অবাক হতো
কালো ডাগর ডাগর চোখে-নজর পেয়ে...


আমার সব কাজগু‌লো‌র ফাঁকে
মিষ্টি হালকা কেতকী সুবাস দেখতো
একমাথা কালোচুল ছেলেটাকেই বারবার
ওই তো যে ছিপ হাতে মাছ ধরতেই ব্যস্ত
ওর সেই দেখেও না দেখা
উদাসীনতায় একটু হারিয়ে যাওয়া
টোপগেলা মাছের মতো টানতো বড়শিতে
দীঘির জলে আমাদের ছায়া
কাঁপতে কাঁপতে এক সময় নিথর...