বাধার তীব্রতা সঠিক হলে,
কখনো দেখি সূর্যও ঢেকে যায় অনাদরে!
তবে সে ক্ষণস্থায়ী,
সংকলিত বাঁধনের বড়ই অভাব।
হাত গুনলে কখনও কদাচিৎ মেলে...


এখন সবদিকেই বন্ধন বেশ শিথিলতায়,
সবটাই যেন মোবাইলে গেম্‌স!
বাধা বাধা খেলা,
সারাবেলা,
এরই মধ্যে কখ‌নোবা আধো অন্ধকারে...


চারদিকের ছড়ানো ছেটানো প্রলোভনে,
যে যার মতই গুছিয়ে নিয়েই...ধাঁ...
বাধার বাঁধনে শিথিলতা, চুক্তির বলিদান!
হারিয়ে যাওয়া প্রাণের কান্নাও
দাগ কাটে না...


পঙ্গপাল সূর্য ঢাকে কিন্তু সাড়া জাগে না...