একদিন বৈশাখী ঝড়ের শেষে
ফুলেল মঞ্চ হতে তুলসি খুঁজে
বলে যাবোই দৃপ্ত স্বরে জেনো,
পুনরায় নতুন দিশায় পথচলা...


বাইরের প্রচণ্ড আলো আঁধারি
অস্তিত্বের নিশাবসানের পরেই
দূর্বাদলে হালকা বৃষ্টি ছোঁয়ায়,
জানি ওরা করতে চায় খেলা...


ছলাৎ ছলাৎ জলে-শব্দ ভেঙে
একদিন যে বন্ধু ওগো ছিলাম
অহর্নিশ নিবিড় ছায়া বেষ্টনেই,
বলার জন্যে ব্যাকুল তো হবো...


অতঃপর বেলাশেষেরই স্থায়ী
ঘনকালো কারখানাতে ধোঁয়া
যতই প্রহসন করুক দৃশ্যপথে,
মনে সবার কাছাকা‌ছিই রবো...