রসের হাঁড়ি না পাল্টালে তাড়িয়ে যাবে,
যা পেলে, সেটুকু রেখে, বদলে নাও...


কতটা কাঁকর ছিলো চালের মধ্যে -
হিসেব না করে বরং দোকান বদল করো...


অভ্যেসগুলোকে কাপড়চাপা দিয়ে -
নেমে এসো অজানার ভীড়ে, ঝোড়োমনে...


বসে বসে যেটুকু ভোগ নিজে চালিয়েছ,
হাতের গন্ধের মতোই সব উবে যাবে...


ভুলভাল কথাগুলোই একদিন কাল হবে,
ডিলিটে মন দাও, আস্কারা না দিয়ে...


যা খুপরিতে ছিলো অসহায় ভাবে আজ,
বজায় রেখেই কাঠামোয় ঠাকুর গড়ো ...


হাসতে হাসতে মিথ্যে নজরে আঘাত করে,
শুরু হোক পথচলা পর্দা সামলানোর ...