প্রাণচাঞ্চল্য হারাবেই একদিন,
কষ্টিপাথরের দেয়া প্রবল আঘাতে।
কান্না দিয়ে অনন্ত পথে যাত্রা শুরু ;
কৃত্রিম হাসি কত আর বইবে সে ভার?


বৃত্ত চাপকে ব্যাসার্ধে ভাগাভাগি করে,
একই নিষ্ফলতা, ষড়রিপুর চলন।
বারবার আহত করে নিলয়ের রক্ত,
আর পৃথিবীও দেখি দরজা বন্ধ করে।


দিনবদলের পালা ধীরে ধীরে শুরু হয়,
যখন সবে কাঁদে একমাত্র তুমি ছাড়া।