এক) এপার ওপার


দেখেছি এপারে নিকষ আঁধার,
ওপারে কালের সুধা পারাবার।


দুই) জুয়ায় যখন


নাগপাশে মানবিক অবক্ষয়,
অযোগ্য নেতৃত্বে সংশয়।।


তিন ) অন্ধবিচার


চোখ তো বন্ধ, ন্যায়ের পথে-
কে দেবে মুক্তি? ভণ্ডামি হতে।


চার) আঘাত কেন


কোমল করেতে  নাও টেনে নাও,
কঠোরতা ভুলে কাছে রয়ে যাও।


পাঁচ ) স্বঘোষিত মিথ্যা


জীবনে দুখ সামলে চলা,
হাস্য মুখে "ভালই"বলা।


ছয়) সবার মধ্যে


রক্তের অনুসারে রক্তের নানা ধর্ম,
ধর্মের বিচারে যা রাজনৈতিক বর্ম।