সেদিন অনেক প্রশ্ন করেছি
মেলে নি জবাব যার,
শেষমেশ শুধু হার মেনে গেছি
রমনী চেনাই ভার!


জবাব না পেয়ে মেজাজ গরমে
হলো মন কষাকষি,
বল্লেম," আর বলো না শরমে
ভালোবাসি দিবানিশি"!


কিশোরী প্রিয়ার ব্যাথাতুর মন
বেদনায় হলো নীল,
বুঝলাম, সেই লাজুক নয়ন
দেখছে শঙ্খচিল।


রাগ জল হয়ে অনুরাগ এলো
দুজোড়া আঁখির জলে,
কোমল হাতের পরশে জুড়ালো
ধুপছায়া রঙ দোলে।


"ধেৎ দস্যুটা" বলে মিঠে হেসে
করলে কপট দোষী,
রাগেশ্রী রাগে ঠোঁটে সহাস্যে
বাজায় সুরেলা বাঁশি।