.
                        ( 1 )


নীরব চোখে দেখা বা নীরবে ভালো থাকা,
এইটুকুই তো আছে - নইলে যে আমি একা।


                         ( 2 )


সবুজ অবুঝ বলেই এখনো সরব,
কিছু আগে যা জল ছিলো, এখন বরফ।


                        ( 3 )


ছায়া বড় মানেই জানবে - সূর্য থাকে হেলে,
মাঝ গগনে সূর্য চাই, যাতে ছায়া না মেলে।


                        ( 4 )


একদিন যখন সেই ইতিহাসই হবো,
আজকের ইতিহাস কেন ভুলে যাবো?


                        ( 5 )


সমাজের কোলের শিশু হতাশ বারবার,
প্রশ্ন করেও উত্তর নেই ! কে জননী তার?


                        ( 6 )


আমার ভাষা বা তোমার ভাষা,
একই  প্রেমে  বহু  ভালবাসা।