১)রূপরেখা


প্রকৃত রূপ চিনলে পরে সবই রূপময়,
তবুও আমরা জানি কেউ তো কারো নয়।


২) চোরাবালি


ধ্বংসের পথে পা বাড়িয়ে মানবতা,
কেমনে আর যাবে বল তার জটিলতা?


৩) জগন্মাতা


আমার মাকে আমারই কেন বলো?
সবার মা তিনি ভেবেই এ পথ চলো।


৪) অবিবেচ্য


অন্ধ বিবেক যদি না কাজ করে,
মোহের জগতে আশা ঘুরে মরে।


৫) নবাঙ্কুর


শেষ হয়েও হয় না যা শেষ,
দিগন্তে অনন্ত আবেশ।


৬) আত্মবন্দী


আমিত্বে সকলেই দূরে,
বন্দীদশা নিজের ঘরে।