ষ্টেশনটার এক কোণেতেই যত্নে থাকি,
ন্যাওটা মেয়েটা সময় হয়েছে দেবেই ফাঁকি!


এই সেদিনও উদোম বুকেতে খাবার খুঁজে,
খাবার না পেয়ে ঘুমিয়ে পড়তো দুচোখ বুজে।


হাজার দৃষ্টি আড়াল করেছি লাজুক টানে,
কখনো দারুণ যুদ্ধে দেখেছি খাবার মানে।


এখন মেয়েটা মেয়েবেলারই আকর্ষণে,
ডাগরডোগর শরীর ঢাকতে শরম আনে,


লক্ষ্মী আমার হাজির হচ্ছে নিলাম ঘরে,
জুটবে খাবার কয়েকটা দিন আয়েশ করে।


তবুও যে কেন বিষাদ-দৃষ্টি দুচোখ জুড়ে,
হয়তো আমিও দুখের অতীতে নেশার ঘোরে।


******************(গৌ.আ.সঙ্কলন)


কাল ধনতেরাস গেলেও, লেখা যায় নি।
তাই আজ দিলাম।


ধনতেরাস


বেশ তরাসে ধন তো রাখি,
কেলেঙ্কারি! ডুববো নাকি!!
স্বর্ণ যুগের আহ্বানেতে -
নেতামহলে বিশ্বাস কি?


গতরে খাটা চৌদ্দ আনা -
শেষে শেয়ারে তাল পাবেনা,
ষোল আনার ফেরত পেতে,
অন্তিমেতে না হই কাণা।