এক) মোহনায়


অন্তিমের গহনা মাটি,
সোনার চেয়েও বেশী খাঁটি।


দুই) যখন যেখানে


একই মনে দুই প্রান্তে দুঃখ কিংবা সুখ,
কখন কার পাল্লা ভারী জানেনা উজবুক।


তিন) ঘামের মূল্য


জয়ী হয় মেহনতী মানুষের পথ-
কাজটাই বড় কথা, নয় ইমারত।


চার) তিন নম্বর ছানা


বোকা ঠাওরে দিচ্ছে ধোঁকা,
তবুও ভোটের ক্যারা পোকা।


পাঁচ) রাই জাগো রাই জাগো


প্রেমে করতে দিগ্বিজয়,
দমের তালেই ডাকতে হয়।


ছয়) মোচড়


না বলা কথা জোনাক আলোর ভীড়ে,
উথলী ওঠে হৃদয়ে প্রদীপ জ্বেলে।