এক) আলোছায়া


একই মনের দুটি রূপ,
কখনো জ্বালায় কখনো ধূপ।


দুই) জল রঙ


ভালোবাসা কাঁচের পাত্র,
মনের রঙে রঙিন সুত্র।


তিন) অজান্তেই


যে কথা হলোনা বলা,
তার জন্যে পথ চলা।


চার) দ্বারোদঘাটন


সম্ভাবনার বন্ধ দুয়ার,
খোলাটাই কাজ, সম্ভাবনার।


পাঁচ) নব রামায়ণ


এক লঙ্কায় অনেক রাবণ,
লঙ্কাকাণ্ডে আনছে প্লাবন।


ছয়) বোধদয়


শুধু নারী নয় বিচারশালাও ধর্ষিত,
নবাঙ্কুর বীজ কবে আর হবে কর্ষিত?