এক) সমর্পণ


লাজের মাথা খেয়ে,
বসন্ত গেলো নুয়ে।


দুই) অসংলগ্ন


ভাতঘুমে কাত,
গপ্পে জীবন মাত।


তিন)  বাঁটোয়ারা


লুণ্ঠনে আজ বন্টন চলে।
সমবন্টন!  অগাধ জলে...


চার)  অর্বাচীন


বাঁদর সাধুর এক ঘাটে জল,
রামরাজত্বে এটাই সুফল!!!


পাঁচ) চাক ভাঙ্গা মধু


আমিত্বে সবাই দূরে,
বন্দী আপনার ঘরে।


ছয়) পাশার চাল


যুগান্তরেও জাগে নাই অন্তর?
"ধর্মান্ধতা!" অস্ত্রের - নামান্তর।