এক) নজর করো


আলোর পিপাসা কালোর দখলে,
চৌকাঠ ছেড়ে পাবে তা, এগোলে।


দুই) আলোয় ছায়ায়


আসা যাওয়ার ফাঁকে একটু আলো,
এই নিয়েই তো কাটছে জীবন ভালো।


তিন) এইতো পূর্ণতা


জীবন অংক মেলেনা কখনো,
শূন্যে গেলেও নয় তা শূন্য।


চার) অনাদি বিস্ময়


স্পন্দনে আলোড়ন, আলোড়নে সৃষ্টি,
অনর্গল চলেছে ভাই এই ঝড় বৃষ্টি।


পাঁচ) হাইপোথিসিস


বহু স্বপ্নের বিলোপ ঘটিয়ে বিজ্ঞান,
বৈজ্ঞানিকও স্বপ্ন নিয়েই করে ধ্যান।


ছয়) মেঘের মনে আকাশ


কালের রথীর নেই অবকাশ,
মেঘের মুক্তি জানেনা আকাশ।